মার্চে তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। করোনা মহামারির এই সময়ে জটিলতা এড়াতে সব সংস্করণের খেলোয়াড়দের নিয়ে একসঙ্গে রওনা দেয় দল। দক্ষিণ আফ্রিকা সিরিজেও সেটির ব্যতিক্রম হচ্ছে না।
ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ শুরু হতে সাত দিনের বিরতি থাকলেও আগেভাগে চলে যাবেন মুমিনুল হকেরা। ওয়ানডে দলে না থাকা খেলোয়াড়েরা যাতে ফাঁকা সময় কাজে লাগাতে পারেন, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বায়ো-বাবলের কারণে পুরো দল এখন একসঙ্গে যায়। ওয়ানডে দলে যারা নেই যারা, তারা গ্যারি কারস্টেনের একাডেমিতে ক্যাম্প করবে। অনুশীলনের সময়ে একাডেমির কোচ কারস্টেন, রায়ান কুক থাকবে কি না, এখন বলা কঠিন।’