হোম > খেলা > ক্রিকেট

২১৯ দিন পর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ তামিম

ক্রীড়া ডেস্ক    

১০ বলে ১৩ রান করেছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল হয়ে উঠেছেন অমাবস্যার চাঁদ। ক্রিকেটটা এখন তিনি খেলতেই নামেন কালেভদ্রে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে তিনি মাঠে নামলেন ২১৯ দিন পর। তবে হাসেনি তাঁর ব্যাট।

টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের প্রথম মৌসুমে তামিম খেলছেন চট্টগ্রামের হয়ে। আজ শুরু হওয়া টুর্নামেন্টে তাঁর দল খেলছে রংপুরের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ তামিম। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করেছেন মোহাম্মদ এনামুল হক।

তামিম অবশ্য চট্টগ্রামের অধিনায়ক নন এনসিএলে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। শুরুর ম্যাচে দলটি আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবে খেলছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটে ২৬ রান করেছে রংপুর।

এনসিএলের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম সবশেষ খেলেছেন এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক সেই ম্যাচ জিতেছিল ১৯৯ রানে।

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি