নাঈম শেখ নাকি তামিম ইকবাল—এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। একবার তামিম টপকে যান নাঈমকে, ঠিক তার পরে আবার এগিয়ে যান নাঈম।
তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে বরিশাল। এরপর নাঈম রেকর্ড ভাঙার পর যখন আউট হলেন, তখন ঢাকার স্কোর হয়ে যায় ০.৪ ওভারে ১ উইকেটে ১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ঢাকা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা। এবারের বিপিএলে এর আগে ৯ ম্যাচে ঢাকা জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ৮ ম্যাচ। যেখানে টানা ৮ ম্যাচ হেরেছে ঢাকা।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। এরপর ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে গতকাল। সেখানে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ অন্যদিকে তামিম তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছরই অবসর নিয়েছেন।