হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    

আইপিএলে একটি জায়গায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। ছবি: দিল্লি ক্যাপিটালস

আজ পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলেই আইপিএল থেকে ফেরার কথা মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ফেরার আগে দিল্লির হয়ে নিজের শেষ ম্যাচটা মন্দ হয়নি তাঁর। ৩৩ রানে ৩ উইকেটই শুধু নেননি, একটি রেকর্ডও করেছেন। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ।

বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে ফিজের উইকেট সংখ্যা এখন ৬৫। আজ জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের লেগেছে ৬০ ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট।

মোস্তাফিজের ৩ উইকেট শিকারের পরও ৮ উইকেট ২০৬ রানের বড় স্কোর গড়েছে পাঞ্জাব। আইপিএলের শেষ দিকে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল দিল্লি। দিল্লির হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার এনওসি পেয়েছিলেন মোস্তাফিজ। কাগজকলমে ৬ কোটি রুপি পারিশ্রমিক বলা হলেও মোস্তাফিজ পাবেন ৩ ম্যাচের পারিশ্রমিক। এই ৩ ম্যাচে তাঁর উইকেট ৪টি। মোস্তাফিজের কালই দলের সঙ্গে পাকিস্তানে রওনা দেওয়ার কথা।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল