হোম > খেলা > ক্রিকেট

৪ রানের নাটকীয় জয়ে সেমিফাইনালে আফগান যুবারা 

ত্রিভিন ম্যাথিউকে রানআউট করতেই আনন্দে আত্মহারা আফগান যুবারা। উত্তেজনার পারদে ঠাসা ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে ততক্ষণে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। মাঠের রেশ মুহূর্তেই ছড়িয়ে পড়ে ডাগআউটে। খেলোয়াড়দের সঙ্গে তারাও মাতে বাঁধভাঙা উল্লাসে। 

গত রাতে এন্টিগায় প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ৬ নম্বরে নামা আবদুল হাদি। ৮ নম্বর ব্যাটার নুর আহমেদ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান। লঙ্কান পেসার ভিনুজা মাত্র ১০ রান দিয়েই তুলে নেন ৫ উইকেট। ৩টি উইকেট পান দুনিথ ভেল্লালাগে। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। এরপর আফগান বোলারদের তোপে ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় শ্রীলঙ্কা। অষ্টম উইকেট জুটিতে অধিনায়ক ওয়েলালাগে ও রাভিন ডি সিলভা ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁঁড়ান। 

কিন্তু দলীয় ১১২ রানের দুনিথ ৩৪ করে আউট হওয়ার পর আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা।  পরের ওভারে ২১ করে ফেরেন রাভিনও। শেষ উইকেটে ভিনুজা রানপল (১১ অপরাজিত) আর ত্রিভিন ম্যাথিউ (৪) আর লক্ষ্যা পৌঁছাতে পারেননি। দলীয় ১৩০ রানে ম্যাথিউস রান আউটে কাটা পড়লে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর তাতেই ২০১৮ সালের পর আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান।

 

 

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক