হোম > খেলা > ক্রিকেট

বিসিবি সভাপতি হতে রাজি বুলবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফারুক পদত্যাগ করলে বিসিবির পরবর্তী সভাপতি বুলবুল হতে পারেন বলে শোনা যাচ্ছে। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কে হবেন পরবর্তী সভাপতি—এটা নিয়ে কথাবার্তা চলছে। এখানে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম।

বিসিবির বিভিন্ন কমিটির দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে পরিবর্তন আসার সম্ভাবনা সত্যিই রয়েছে এবং সেটি ঘটতে পারে খুব শিগগিরই। যদিও নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। বুলবুল আজকের পত্রিকাকে আজ জানিয়েছেন, সুযোগ পেলে বিসিবির সভাপতি হতে তাঁর কোনো আপত্তি নেই।

আইসিসির জিরো টলারেন্স নীতির কারণে সরকার সরাসরি সভাপতির পদে হস্তক্ষেপ করতে পারবে না। আর আজকের পত্রিকাকে আজ সকালে ফারুক বলেন, ‘পদত্যাগ করতে বলেনি। আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে। পদত্যাগের কথা বলা হয়নি। যাঁর যাঁর মতো লিখছেন, লিখতে থাকুন।’

বর্তমান সভাপতি ফারুক আহমেদ বোর্ড পরিচালনায় অনেকটাই একা হয়ে পড়েছেন। একসময় বোর্ডে তাঁর যে প্রভাব ছিল, তা এখন অনেকটাই স্তিমিত। তাঁর ঘনিষ্ঠরাও এ বিষয়ে মুখ খুলছেন না।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এনএসসি কোটায় বিসিবিতে যাঁদের পরিচালক হিসেবে আনা হয়, তাঁদের একজন ফারুক আহমেদ—যিনি আগেই ছিলেন কাউন্সিলর। অপরজন নাজমুল আবেদীন ফাহিম ছিলেন বিকেএসপির প্রতিনিধি। তাঁদের কাউন্সিলর হওয়ার কারণেই সরাসরি পরিচালকের দায়িত্ব দেওয়া সম্ভব হয়েছিল।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে