হোম > খেলা > ক্রিকেট

বিসিবি সভাপতি হতে রাজি বুলবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফারুক পদত্যাগ করলে বিসিবির পরবর্তী সভাপতি বুলবুল হতে পারেন বলে শোনা যাচ্ছে। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কে হবেন পরবর্তী সভাপতি—এটা নিয়ে কথাবার্তা চলছে। এখানে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম।

বিসিবির বিভিন্ন কমিটির দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে পরিবর্তন আসার সম্ভাবনা সত্যিই রয়েছে এবং সেটি ঘটতে পারে খুব শিগগিরই। যদিও নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। বুলবুল আজকের পত্রিকাকে আজ জানিয়েছেন, সুযোগ পেলে বিসিবির সভাপতি হতে তাঁর কোনো আপত্তি নেই।

আইসিসির জিরো টলারেন্স নীতির কারণে সরকার সরাসরি সভাপতির পদে হস্তক্ষেপ করতে পারবে না। আর আজকের পত্রিকাকে আজ সকালে ফারুক বলেন, ‘পদত্যাগ করতে বলেনি। আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে। পদত্যাগের কথা বলা হয়নি। যাঁর যাঁর মতো লিখছেন, লিখতে থাকুন।’

বর্তমান সভাপতি ফারুক আহমেদ বোর্ড পরিচালনায় অনেকটাই একা হয়ে পড়েছেন। একসময় বোর্ডে তাঁর যে প্রভাব ছিল, তা এখন অনেকটাই স্তিমিত। তাঁর ঘনিষ্ঠরাও এ বিষয়ে মুখ খুলছেন না।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এনএসসি কোটায় বিসিবিতে যাঁদের পরিচালক হিসেবে আনা হয়, তাঁদের একজন ফারুক আহমেদ—যিনি আগেই ছিলেন কাউন্সিলর। অপরজন নাজমুল আবেদীন ফাহিম ছিলেন বিকেএসপির প্রতিনিধি। তাঁদের কাউন্সিলর হওয়ার কারণেই সরাসরি পরিচালকের দায়িত্ব দেওয়া সম্ভব হয়েছিল।

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন