হোম > খেলা > ক্রিকেট

সিরিজ বাঁচাতে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে লিটন দাস বলছিলেন, উইকেট প্রথম ওয়ানডের মতো। এমন উইকেটে তাঁর দল রান তাড়া করতে চায়। লিটনের ধারণা অবশ্য ঠিক হয়নি। প্রথম ওয়ানডেতে বল হঠাৎ থেমে থেমে এসেছিল। তবে আজ উইকেটের আচরণ সম্পূর্ণ ভিন্ন।

দুর্দান্ত ব্যাটিং উইকেট কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদের তুলাধোনা করেছেন আফগান ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষ দিকে অবশ্য আফগানদের রান বন্যায় বাঁধ দিয়েছে বাংলাদেশ। তবু আফগানিস্তানের স্কোর থেমেছে ৩৩১ রানে। চট্টগ্রামে কখনো ৩০০ রানের স্কোর তাড়া করে জেতেনি বাংলাদেশ। 

সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জেতার বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা গুরবাজের। তাঁর ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস আফগানদের বড় সংগ্রহ এনে দিয়েছে। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিকে এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে পরিণত করে আউট হন গুরবাজ। তাঁর ইনিংসে ১৩ চার ও ৮ ছক্কা। ইব্রাহিমের সঙ্গে তাঁর জুটি থামে ২৫৬ রানে। যেটা ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি। 

সাকিব আল হাসানের বলে গুরবাজ আউট হলে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। এই উইকেটের পর অবশ্য আর সেভাবে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি আফগানিস্তান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম। ১১৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান। সেঞ্চুরি পূর্ণ করে আর এক বল টেকেন তিনি। মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে তাঁর ৯ চার ও এক ছক্কার ইনিংস থামে। 

আফগানদের ইনিংসে আর বলার মতো ইনিংস বলতে মোহাম্মদ নবীর ২৫ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, সাকিব ও মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের দখলে গেছে ১টি করে উইকেট। বোলারদের হতাশার মাঝে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের ব্যাটারদের সামনে।

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়