হোম > খেলা > ক্রিকেট

খেলার মধ্যেই লুটিয়ে পড়লেন ক্যারিবীয় দুই নারী ক্রিকেটার

এবারের ইউরোতে ক্রিশ্চিয়ান এরিকসেনের হৃদ্‌রোগে আক্রান্তের স্মৃতি এখন পর্যন্ত তরতাজা। ড্যানিশ ফুটবলারের মাটিতে লুটিয়ে পড়ার সেই ভয়ংকর দৃশ্য যেন ফিরে এল ক্রিকেটের মাঠেও। তাও একবার নয়, দুই–দুইবার। অ্যান্টিগায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কাল মাঠে জ্ঞান হারান ওয়েস্ট ইন্ডিজের দুই নারী ক্রিকেটার।

প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১২৫ রান করেছিলেন ক্যারিবীয় নারীরা। জবাবে পাকিস্তানের ব্যাটিং তখন গড়িয়েছে ৩.৩ ওভার পর্যন্ত। বল করছিলেন স্বাগতিক বোলার হেইলি ম্যাথিউজ। বোলিং প্রান্তে দাঁড়িয়ে হঠাৎ করে ম্যাথিউজ দেখেন মিড-অফে মাটিতে লুটিয়ে পড়েছেন সতীর্থ চিনেল হেনরি। এ সময় খিঁচুনি হচ্ছিল তাঁর। দ্রুত মাঠে আসে মেডিকেল টিম। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তখন ঘিরে রেখেছিলেন হেনরিকে। পরে স্ট্রেচারে করে প্রথমে মাঠের বাইরে, পরে হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

এই ঘটনার কিছুক্ষণ পর জ্ঞান হারান চিনেল হেনরির কাছের বন্ধু চিদিয়ান ন্যাশন। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ড্রেসিংরুমে ফিরছিলেন ক্রিকেটাররা। ড্রেসিংরুমের বাইরে জ্ঞান হারান চিদিয়ান ন্যাশন। তাঁকেও নেওয়া হয় হাসপাতালে। এভাবে দুই ক্রিকেটারের জ্ঞান হারানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে।

ঠিক কী কারণে জ্ঞান হারালেন হেনরি ও ন্যাশন, এখন পর্যন্ত তার সঠিক কোনো কারণ জানা যায়নি। হাসপাতালে জ্ঞান ফিরেছে তাঁদের। অবস্থা স্থিতিশীল।

ম্যাচে পাকিস্তানকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হেনরি ও ন্যাশনের বদলি নামানো হয়েছিল মাঠে। দুই নারী শিষ্যের জ্ঞান হারানোর ঘটনায় ম্যাচ শেষে নিজের আতঙ্ক লুকাননি দলটির হেড কোচ কোর্টনি ওয়ালশ, ‘অবস্থা-পরিস্থিতি কোনোটাই সহজ ছিল না। আমি খুশি যে দলের বাকিরা দ্রুত খাপ খাইয়ে নিয়েছে। হেনরি ও ন্যাশনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা সবাই তাদের দেখতে যাব।’

হেনরি ও ন্যাশনের প্রতি শুভকামনা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক জাভেরিয়া খানও, ‘আমরা সবাই দুজনের প্রার্থনা করছি। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে রোববার আমাদের বিপক্ষে ম্যাচ খেলবে।’

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...