শেষ বলের রোমাঞ্চে জয় যেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়ে গেছে ‘ডালভাত।’ গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমনই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম জয় পায় মুম্বাই। তবে ম্যাচ হারলেও দিল্লির বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
গতকাল টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সব উইকেট হারিয়ে দিল্লি করে ১৭২ রান। ১৭৩ রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারেই ৬৮ রান তোলে মুম্বাই। শুরুর এই বিধ্বংসী ব্যাটিংয়ে মনে হচ্ছিল, মুম্বাই কয়েক ওভার হাতে রেখে সহজেই জিতে যাবে। তবে শেষের দিকে দিল্লি বোলারদের দারুণ বোলিং মুম্বাইয়ের জয়কে বিলম্বিত করেছে। বিশেষ করে, ১৫তম ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ২ রান আর ১৮ তম ওভারে এনরিখ নরকিয়া খরচ করেন ৬ রান। ম্যাচ শেষে সতীর্থ বোলারদের প্রশংসা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, ‘ম্যাচ হারলেও দুর্দান্ত খেলেছে সবাই। নরকিয়া বিশ্বমানের বোলার এবং আমরা তার কাছ থেকে এমন কিছুই আশা করি। মোস্তাফিজও দারুণ বোলিং করেছে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দিল্লি। চার ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ওয়ার্নারের দল।