হোম > খেলা > ক্রিকেট

লাহোরেই তাহলে হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে এক ভেন্যুতে। ছবি: ক্রিকইনফো

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। আগে সিরিজের সূচি দেওয়া হলেও প্রেক্ষাপট বিবেচনায় সূচি বদলাতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে একটি নির্দিষ্ট ভেন্যুতে।

বাংলাদেশ দল বর্তমানে ব্যস্ত আরব আমিরাত সিরিজ নিয়ে। এই সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি কেমন হতে পারে, সেই ব্যাপারে পাকিস্তানি সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মে তিন টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ। লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।

নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। আগের পাঁচ ম্যাচের সিরিজের সূচি অনুযায়ী তিনটি হওয়ার কথা ছিল লাহোরে। বাকি দুই ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ মে তৃতীয় টি-টোয়েন্টি ৩১ মে

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট