হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যুতে আগুন

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে যা সংশয় ছিল তাও কেটে গেছে গতকাল। আইসিসি সূচি পরিবর্তন করেছে ৯টি ম্যাচের। বিশ্বকাপের ভেন্যুগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শোনা গেল এক দুঃসংবাদ। আগুন লেগেছে কলকাতার ইডেন গার্ডেনসে। এই ভেন্যুতে বিশ্বকাপে বাংলাদেশেরও ম্যাচ রয়েছে।

শর্ট সার্কিট থেকেই ইডেন গার্ডেনসে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫০ মিনিটে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ড্রেসিংরুমের যে ফলস সিলিং, সেখান থেকেই ধোঁয়া বের হচ্ছিল। পরিস্থিতি বুঝে তা ভেঙে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ইডেন গার্ডেনসে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। এ ছাড়া ভারত-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-পাকিস্তান এবং একটি সেমিফাইনাল হবে ইডেনে।

ইডেন গার্ডেনসে আগুন লাগার ঘটনা নিয়ে তদন্ত চলছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্নের চিন্তাভাবনা করা হচ্ছে। আইসিসি প্রতিনিধিরাও ইডেন গার্ডেনসের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্টেডিয়ামের কাজ কেমন চলছে, তা দেখতে সেপ্টেম্বরে আবার আসবেন আইসিসি প্রতিনিধিরাও।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার