হোম > খেলা > ক্রিকেট

আল ইত্তিহাদের বিশাল জয়ে উচ্ছ্বসিত বেনজেমা

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দাপটের সঙ্গে খেলছে আল ইত্তিহাদ। প্রতিপক্ষদের জালে গোলের বন্যা বইয়ে দিচ্ছে তারা। গতকালও বিশাল জয় পেয়েছে আল ইত্তিহাদ। দলের দুর্দান্ত জয়ে অবদান রেখেছেন করিম বেনজেমা।

প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিহাদের প্রতিপক্ষ ছিল আল রিয়াদ। ১৭ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। এবার তাঁকে অ্যাসিস্ট করেছেন রোমারিনহো। ২৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদেররাজ্জাক হামদাল্লাহ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন হামদাল্লাহ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার চেষ্টা করছিল। তবে কেউই গোলের দেখা পাচ্ছিল না। এরপর শেষ মুহূর্তে এসে গোলের দেখা পায় আল ইত্তিহাদ। বেনজেমার অ্যাসিস্টে অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন সালেহ আল আমরি। আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেনজেমা। ফ্রান্সের এই স্ট্রাইকার নিজের ফেসবুক পেজে ‘টুগেদার’ লিখে আগুনের ইমোজি দিয়েছেন। ভক্ত সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

অন্যদিকে প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আখদুদকে ১-০ গোলে হারিয়েছে আল আহলি সৌদি। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে রবার্তো ফিরমিনোর অ্যাসিস্টে গোল করেন ফ্র্যাংক কেসি। তাতে আল আহলি সৌদি, আল ইত্তিহাদে দুটো দলই টুর্নামেন্টে সমান ৯ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আল ইত্তিহাদ। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৯ গোল দিয়ে এক গোলও হজম করেনি তারা। আর আল আহলি সৌদি ৩ ম্যাচে দিয়েছে ৭ গোল আর হজম করেছে ২ গোল। এছাড়া আল রায়েদকে ৪-০ গোলে হারিয়েছে আল হিলাল আর আল ইত্তিফাক-আল খালিজ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল