হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট। দারুণ ছন্দে থাকা আসিথা ফার্নান্দোকে বাংলাদেশ সফরে পাচ্ছে না তারা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তোপ দাগানো এ পেসার হ্যামস্ট্রিং চোটে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য বিবেচনায় ছিলেন আসিথা। কিন্তু আফগান সিরিজের পর শ্রীলঙ্কার ৫০ ওভারের ঘরোয়া লিগ—ন্যাশনাল সুপার লিগে গলের বিপক্ষে চোটে পড়েন ডাম্বুলার হয়ে খেলা এই ক্রিকেটার। 

আসিথার জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আরেক পেসার লাহিরু কুমারার। লাহিরু সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে, আর টেস্ট খেলেছেন গত বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

ভালো ছন্দে না থাকায় শ্রীলঙ্কা দলে বেশ কিছু দিন জায়গা হয়নি লাহিরুর। তবে ন্যাশনাল সুপার লিগে ক্যান্ডির হয়ে দারুণ অবদান রাখছেন তিনি। ইতিমধ্যে ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। 

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে আগামী ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রির। শেষ ওয়ানডে শুরু হবে সকাল ১০টায়। 

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ। দ্বিতীয় টেস্ট আবার চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা