ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলই এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। সর্বশেষ গত রাতে পাঞ্জাব কিংসের কাছে রোহিতের দল হেরেছে ১২ রানে। হারের পর এবার বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে মুম্বাই অধিনায়ককে।
মন্থর বোলিংয়ের জন্য ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে রোহিতকে। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে নিজেদের ২০ ওভার শেষ করতে না পারায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল মুম্বাই অধিনায়ককে। দ্বিতীয়বার একই অপরাধ করায় জরিমানা দ্বিগুণ হয়েছে। এরপর আবার একই ঘটনা ঘটলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পোহাতে হবে রোহিতকে।
শুধু রোহিত একা নন, মুম্বাইয়ের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএলের নিয়মবিধি অনুযায়ী দ্বিতীয়বার মুম্বাই ইন্ডিয়ান্স এই অপরাধ করল। তাই দলের অধিনায়ক রোহিতকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’