হোম > খেলা > ক্রিকেট

নিজেকে মার্সিডিজ বেঞ্জ ‘উপহার’ দিলেন আন্দ্রে রাসেল

সময়টা ভালো যাচ্ছে আন্দ্রে রাসেলের। কদিন আগে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো পারফরম্যান্স করেছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। সেই আনন্দেই হয়তো এবার নিজেকেই স্বপ্নের এক উপহার দিয়েছেন তিনি। রাসেলের স্বপ্নের উপহারটি হলো একটি সবুজ রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়ি। মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটি আর মডেলের। গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। 

রাসেলের এই স্পোর্টস কারটি সকলের কাছেই লোভনীয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কেকেআরের এই অলরাউন্ডার নতুন সঙ্গীকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমি সর্বদা বড় স্বপ্ন দেখি। আর কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে সেটা পূরণ করি। সৃষ্টিকর্তা মহান।’ 

ভিডিওর কমেন্টে তাঁর সাবেক কেকেআর সতীর্থ সূর্যকুমার যাদব লিখেছেন, ‘অভিনন্দন রাসেল, গাড়িটি অনেকের প্রথম পছন্দ।’ এ ছাড়া ওয়েস্ট উইন্ডিজ সতীর্থ ক্রিস গেইল, ড্যারেন সামিসহ অনেকেই গাড়িটি ক্রয়ে শুভেচ্ছা জানিয়েছেন। 

আইপিএলের ১৫ তম সংস্করণে দল ভালো করতে না পারলেও রাসেল ছিলেন দারুণ ছন্দে। প্রতিযোগিতায় ৩৩৫ রানের সঙ্গে ১৭টি উইকেটও নিয়েছেন। 

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ