হোম > খেলা > ক্রিকেট

স্ত্রীকে কৃতিত্ব দিলেন দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাঝে ছন্দ হারিয়ে ফেলা লিটন দাস আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে রানে ফিরেছেন। ম্যাচ শেষে জানিয়েছেন, বেশ চাপেই ছিলেন তিনি। এই চাপ থেকে মুক্তি পাওয়া লিটন স্ত্রীকে কৃতিত্ব দিয়েছেন।

নিজের সর্বশেষ আট ম্যাচে লিটনের রান ছিল ১০১। মাঝে চোটও বেশ ভুগিয়েছে তাঁকে। লিটনের জন্য চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল। দলের ব্যাটিং বিপর্যয়ে সেই চাপটা যেন আরও বেশি অনুভব করেছেন লিটন। যে লিটনের স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাতে সময় লাগে না, সেই তিনি প্রথম বাউন্ডারি পেতে অপেক্ষা করেছেন ৩৭ বল। ম্যাচ শেষে চাপ নিয়ে বলতে গিয়েই স্ত্রী সঞ্চিতা দাসকে কৃতিত্ব দিলেন লিটন, ‘করোনার পর আন্তর্জাতিকে ফেরাটা একটু কঠিন হয়ে গেছে। মাথায় অনেক চিন্তা ছিল যে ভালো করতে হবে। পরিস্থিতিও কঠিন ছিল। চেষ্টা করেছি যে ইনিংসই খেলি না কেন যেন ভালো করতে পারি। দলকে কিছু দিতে পারি। পাশাপাশি সিনিয়র খেলোয়াড়েরা সমর্থন দিয়েছেন। পরিবার, বিশেষ করে স্ত্রীর কাছ থেকে সমর্থন পেয়েছি।’

আজ হারারের উইকেট ছিল যথেষ্ট কঠিন। কঠিন এই উইকেটে কীভাবে সফল হয়েছেন, সেটিও জানালেন লিটন, ‘চেষ্টা করেছি ২০-২৫ ওভার পর্যন্ত টেস্টের মতো ব্যাটিং করে যাওয়ার। চিন্তা করেছি যে কন্ডিশন এখন আমার অনুকূলে নয়। কঠিন সময়টা কাটিয়ে উঠতে হলে উইকেটে থাকতে হবে। তাহলেই পরের ধাপে যেতে পারব। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আসার পর খেলাটা বদলে যায়। ওরা যখন স্পিন আনে তখন পিচে ব্যাটিং করাও সহজ হয়।’

ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে পিছলে পড়ে গিয়ে ডান হাতের কবজিতে চোট পেয়েছেন লিটন। পরে তো ফিল্ডিংয়েই নামতে পারেননি। চোটটা অবশ্য গুরুতর নয় বলেই জানিয়েছেন লিটন।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’