হোম > খেলা > ক্রিকেট

আইসিসির মাসসেরার মনোনয়নে ছন্দে থাকা বাবর 

আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।

আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।

আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী