হোম > খেলা > ক্রিকেট

রিজওয়ানের চোখে বাংলাদেশের সুপারস্টার লিটন

দুঃস্বপ্নের অফফর্ম কাটিয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লিটন দাস। নান্দনিক শট খেলে মুগ্ধতা ছড়াচ্ছেন নিয়মিতই। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সবখানেই ছুটছে লিটনের রানের ফুলঝুরি। বিপিএল সতীর্থ  মোহাম্মদ রিজওয়ান মনে করেন, বাংলাদেশের সুপারস্টার লিটন।

এবারের বিপিএলে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান দুজনই খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যেখানে লিটন এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলেছেন ৬ ম্যাচ। ৬ ম্যাচে ২৬.৬৬ গড়ে করেছেন ১৬০ রান। ১৪৮.১৪ স্ট্রাইকরেট প্রমাণ করে যে  ব্যাট হাতে তিনি ঝোড়ো ইনিংস খেলতে পারেন। ১৬ চারের সঙ্গে হাঁকিয়েছেন ১০ ছক্কা। ব্যক্তিগত সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা ঝড়েছে রিজওয়ানের কণ্ঠে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই ব্যাটার বলেন, ‘সবাই জানে, লিটন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের হয়ে গত কয়েক বছর ও অনেক ভালো খেলছে। এখন অনেক ভালো ফর্মে আছে। আলহামদুলিল্লাহ,আমি আর লিটন চেষ্টা করছি। সময়টা অল্প, তবে আমরা চেষ্টার ত্রুটি রাখছি না। আমরা চেষ্টা করছি দলের অন্যদের কাজ সহজ করে দেওয়ার।’

লিটন, রিজওয়ানের সঙ্গে কুমিল্লায় খেলছেন তানভীর ইসলাম। তানভীর এই বিপিএলে ৪ ম্যাচে  ৫.৭৫ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজার পর টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন তানভীর। এই বাঁহাতি স্পিনারের প্রশংসা করতে গিয়ে রিজওয়ান বলেন, ‘ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের পারফরম্যান্সকে ওপরের দিকে রাখতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়

 

 

বৃষ্টি বাধার পর বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী