হোম > খেলা > ক্রিকেট

লঙ্কা লিগে শরীফুল, কবে মুখোমুখি হবেন মোস্তাফিজ-তাসকিনদের  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।  
 
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে।  পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।  

এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস।  মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।  

এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স।  এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে। 

এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি

                                                     তারিখ                  ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স            ৬ জুলাই                 বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স                ৭ জুলাই                 রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস              ১৫ জুলাই               বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স                ১৬ জুলাই                 রাত ৮টা

ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
লম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট