হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে বিপিএলে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা অনিশ্চিত সাকিব আল হাসানের। শঙ্কা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়েও। সেই শঙ্কা থাকলেও রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম মনে করেন, সাকিব বাংলাদেশে এসে বিপিএলে খেলুক। 

আগামী বিপিএল আয়োজন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। এরই মধ্যে দল গোছানোর কাজও শুরু হয়ে গেছে। অন্য দলগুলো তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে রেখে দিলেও সাকিবকে পাওয়া নিয়েই শঙ্কা রয়েছে রংপুর রাইডার্সের। গত বিপিএলে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার।

১৪ অক্টোবর বিপিএল ড্রাফট। তার আগেই অংশ নেওয়া সাত দলকে তাদের রিটেইন (ধরে রাখা) ও সরাসরি চুক্তির খেলোয়াড় তালিকা জমা দিতে হবে। কিন্তু সাকিবকে ধরে রাখতে পারবে কি রংপুর? পারলেও দেশে এসে বিপিএল খেলতে পারবেন তো তিনি? সেই শঙ্কা থেকেই যাচ্ছে। যদি ঘরের মাটিতে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেন, তবে এ নিয়ে চিন্তা করবেন জানিয়েছেন শাহনিয়ান তানিম। আজ বিসিবিতে বৈঠক শেষে এই কথা জানান রংপুরের টিম ডিরেক্টর।

তানিম বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাঁকে পাওয়াকে নিয়ে এখনো শঙ্কা আছে। তাঁর খেলা না খেলার বিষয়টি আমার নিয়ন্ত্রণে নেই। এটা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে তিনি আসেন কি না—যদি আসতে পারেন, তবে বিপিএল খেলতেও আসবেন। আসলে সাকিবের ব্যাপারটা এখনো অনির্দিষ্ট। এটা তাঁর ওপরে নির্ভর করবে যে আমরা তাঁকে রাখতে পারব কি পারব না।’ 

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের কথা জানান সাকিব। দেশে এসে যদি প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারেন, তবে সেটিই তাঁর শেষ সিরিজ হবে। তবে নিরাপত্তা ইস্যুতে তাঁর দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তানিম মনে করেন, বাংলাদেশের মানুষ চায় সাকিব দেশে এসে খেলুক। এ নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে বললে, সাকিব আল হাসানকে আমি ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না, তিনি আসলে ব্যক্তিগতভাবে কী ব্যবসা করেন—এই ব্যাপারেও আমার ধারণা নেই। ব্যক্তিগতভাবে ক্রিকেট সমর্থক, আপনারা যারা আছেন...ক্রিকেটার হিসেবে তাঁর মধ্যে যদি আমরা কোনো দোষ দেখতে চাই, তাহলে সেটা অসম্ভব। ক্রিকেট ম্যানেজমেন্ট বা সমর্থক হিসেবে বলেন, আমি নিশ্চিত, মানুষ চায়, সাকিব বাংলাদেশে এসে বিপিএল খেলুক। সেটা আমরাও জানি, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান সব সময় বড় সম্পদ।’

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ