হোম > খেলা > ক্রিকেট

ম্যাথুসকে বোল্ড করলেন সাকিব, আবারও শান্তর ভুল রিভিউ

দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন সাকিব আল হাসান। ফেরালেন জীবন পেয়ে দেয়াল হয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে। স্লিপে শাহাদাত হোসেন দিপু ক্যাচ না ছাড়লে গতকালই সাজঘরে থাকতেন লঙ্কান অলরাউন্ডার। 

আজও দিনের শুরুতে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ম্যাথুস। কিন্তু সেখানে ছিলেন না কোনো ফিল্ডার। দুই জীবন পেয়ে ম্যাথুস তুলে নেন ফিফটি। তবে এরপর বেশি দূর এগোতে পারেননি। ৫৬ রান করে বোল্ড হলেন সাকিবের চমৎকার এক ডেলিভারিতে। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব ‘টাইমড আউট’ করে ফিরিয়েছিলেন ম্যাথুসকে। এবার বোল্ড করে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে করেছে ১৪৯ রান। লিড নিয়েছে ৫০২ রান। লঙ্কানরা ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শুরু করে ৬ উইকেটে ১০২ রান নিয়ে। আগের দিন ম্যাথুস ৩৯ ও প্রবাত জয়াসুরিয়া ৩ রানে দিন পার করেছিলেন। প্রবাত ব্যাট করছেন ২৭ রান নিয়ে। তাঁকে সঙ্গ দিচ্ছেন বিশ্ব ফার্নান্দো (৬)। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৫৩১ আর বাংলাদেশ গুটিয়ে যায় ১৭৮ রানে।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর রিভিউ নেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। অনেক দোলাচলের পর যে রিভিউ নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, সেটি বিস্মিত করেছে সবাইকে। স্পষ্ট বোঝা যাচ্ছিল বল সরাসরি প্যাডে নয়, ব্যাটে ঠেকিয়েছেন প্রতিপক্ষের ব্যাটার। 

আজ আবারও শেষ মুহূর্তে এসে তাইজুলের বল বিশ্ব ফার্নান্দোর প্যাডে এসে লাগলে শান্ত যে রিভিউ নিলেন, সেটি বৃথা গেছে। টিভি আম্পায়ার বল ট্র্যাকিং করে দেখালেন, বলটি লেগ স্টাম্প মিস হতো।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ