হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ তামিম

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে কী করে, তা বোঝা মুশকিল। সবাইকে চমকে দিয়ে শিরোপা যেমন জিতে নেয় তারা, তেমনি সহজ সুযোগ পেয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাড়াতাড়ি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে গেছে গ্রুপ পর্বেই। এশিয়ার দলটি তাড়াতাড়ি বাদ পড়ায় হতাশ তামিম ইকবাল।

ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল এই চার দল। একমাত্র ভারত ছাড়া বাকি দলগুলো তুলনামূলক সহজই। তবু পাকিস্তান প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি। সুপার ওভারের রোমাঞ্চে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে হারে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানও টপকাতে পারেনি তারা। কানাডার সঙ্গে জিতে ২ পয়েন্ট পেয়েছে ঠিকই। তবে ফ্লোরিডায় বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমদের। নিয়মরক্ষার ম্যাচে আজ ফ্লোরিডায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড ম্যাচের আগে তামিম নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায় হতে দেখে খারাপ লাগছে। আশা করি সামনে তারা আরও ভালো খেলবে। শহিদ আফ্রিদির মতো সিনিয়ররা পথ দেখাবেন।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। মানসিকতার দিক থেকেই পাকিস্তান এবার ধরা খেয়েছে বলে মনে করছেন ইমাদ। পাকিস্তানের বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার মতে, আমাদের হারার কারণ (বিশ্বকাপে) মানসিক। ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে হবে এবং নতুন কিছু করতে হবে। এখানে সবকিছুই মানসিকতার ব্যাপার। অন্য দলগুলো তাদের মানসিকতা বদলেছে। তাদের থেকে পিছিয়ে আছি। কারণ, আমাদের চিন্তাভাবনা বদলায়নি।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু