বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন: