হোম > খেলা > ক্রিকেট

তামিমকে নিয়ে ফের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখে করে বিসিবিতে ফেরার পর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বসেন সভাপতি ফারুক আহমেদ। সেখানে উপস্থিত নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেনের চেয়ে যে নামটি সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে, তা হলো তামিম ইকবাল।

বিকেলে সাদা র‍েঞ্জ রোভারে করে আসেন বিসিবি কার্যালয়ে। তামিমের পরনে কালো প্যান্ট আর গাঢ় নীল হাফ শার্ট। বিসিবি সভাপতির সভায় উপস্থিত সব ক্রিকেটারের গায়ে যেখানে দলের জার্সি, সেখানে তামিমের ‘ক্যাজুয়াল পোশাক’ বলে দিচ্ছিল জাতীয় দল থেকে তিনি কতটা দূরে! তবে অনেক দিন ধরে ক্রিকেটে থাকা কিংবা ছাড়ার মাঝে একটা রহস্যময় দাগ টেনে রেখেছেন তামিম। গত বছর আকস্মিক অবসর ঘোষণার পর থেকে বাঁহাতি ওপেনারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দেশের ক্রিকেটে লম্বা সময় ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।

কাল বিসিবি সভাপতির সভায় তামিমের উপস্থিতি তাঁর ক্রিকেট প্রশাসনে আসার গুঞ্জন আরও জোরাল করেছে। পরিচালনা পরিষদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পরদিন তামিমের বিসিবি সভাপতির বৈঠকে উপস্থিতি দেখে গুঞ্জনটা যেন আরও বেড়েছে। যদিও বৈঠকে উপস্থিত একাধিক খেলোয়াড় এ বিষয়ে কিছুই বলতে চাননি।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ—এসব নিয়ে ওরা কথা বলেছে।’ 

আর তামিমের উপস্থিতি নিয়ে ফারুক বলেন, ‘এমনিতে (তামিম) দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে খেলোয়াড়দের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।’

তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যত জল্পনা-কল্পনাই থাকুক, তিনি যে আগামী বিপিএল খেলবেন, এটা অন্তত নিশ্চিত ৷

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া