হোম > খেলা > ক্রিকেট

মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য এবার বরিশালে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও চাহিদা কমেনি মুশফিকুর রহিমের। বিপিএলের ড্রাফটে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে আছেন তিনি। আজ সুযোগ পেয়েই ড্রাফট থেকে তাঁকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। 

এতে নিশ্চিত হয়েছে দুই ভায়রা ভাইয়ের একসঙ্গে একই দলের হয়ে বিপিএলে খেলা। সর্বশেষ সংস্করণে বরিশালের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও অভিজ্ঞ এই ব্যাটারকে ধরে রেখেছে দল। তাঁর সঙ্গে এবার যোগ দিলেন মুশফিক। পরে সৌম্য সরকারকেও দলে নিয়েছে বরিশাল। ড্রাফট শুরুর আগে তামিম ইকবালের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ফরচুন বরিশাল। আগামী বছর বিপিএলে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ওপেনার। 

বিপিএলের দশম আসরে ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন মুশফিক। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির মূল্য ছিল ৮০ লাখ টাকা। বরিশালে তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও সতীর্থ হিসেবে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, খালেদকে। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে শোয়েব মালিক, মোহাম্মদ আমির, পল স্টার্লিং ও ফখর জামানদের। 

সর্বশেষ টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন মুশফিক। ২ ফিফটিতে করেছেন ৩৫৭ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনালে পেয়েছিলেন ফিফটি। পরে ৭ উইকেটে হেরে যাওয়ায় তাঁর ফিফটি দলের কোনো কাজে আসেনি। এতে করে শিরোপার স্বাদও পূরণ হয়নি তাঁর। এবার সেই আশা পূরণ করতে বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড