হোম > খেলা > ক্রিকেট

ভয়াবহ ডাকাতির শিকার মেসির আত্মীয়

লিওনেল মেসির সময়টা বড্ড খারাপ যাচ্ছে। পরশু ভোরে মারকানায় বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সাক্ষী হয়েছেন ভয়ংকর পরিস্থিতির। এর আগেই তাঁর এক আত্মীয় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন। 

আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর এক আত্মীয় মঙ্গলবার সকালে ব্যাংকে টাকা-পয়সা জমা রাখতে যাচ্ছিলেন। অগাস্তিনা স্কালিয়া নামে রোকুজ্জোর কাজিন তাঁদের পারিবারিক সুপারমার্কেট থেকে দুই সহকর্মীসহ ব্যাংকে যাচ্ছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, দুই বন্দুকধারী একটি গাড়ি থেকে নেমে অগাস্তিনার গাড়ির গতি রোধ করেন। এরপর গাড়ির এক জানালা ভেঙে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান। যেখানে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার সমমূল্যের অর্থকড়ি ছিল। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ লাখ ৮৩ হাজার টাকা। স্কালিয়ার এক সহকর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে গেল। সেখানে নিশ্চিতভাবেই একটা গাড়ি ছিল। আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি।’ 

যেভাবে টাকা-পয়সা ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন স্কালিয়া ও তাঁর সহকর্মীরা, তা তেমন একটা পরিচিত দৃশ্য নয়। স্কালিয়ার এক সহকর্মী বলেন, ‘এমনটা আমরা সব সময় করি না। ব্যাংকে টাকা রেখে ফিরে আসি।’ টাকা-পয়সা লুট হলেও কেউ আহত হননি বলে মেডিকেল স্টাফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। বন্দুকধারীদের গুলিতে স্কালিয়াদের গাড়ির কাচে একটা ক্ষত তৈরি হয়েছে। মরিসিও স্কালিয়া নামে রোকুজ্জোর এক আত্মীয় ইনস্টাগ্রামে ভয়াবহ ডাকাতির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মরিসিও ক্যাপশন দিয়েছেন, ‘এই সময়ে কতটা সতর্ক হয়ে থাকতে হয়। প্রতিদিনই কত অবিচার হয় এখানে। ভাগ্যিস তা অল্পের ওপর দিয়ে গেছে।’

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’