দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা যেন গতকাল প্রথম দিনের দ্বিতীয় সেশনের কার্বন কপি। পার্থক্য শুধু কাল বাংলাদেশ কোনো উইকেট হারায়নি, আর আজ পাকিস্তান। আবু জায়েদ রাহী, ইবাদত হোসেনদের নখদন্তহীন বোলিংয়ে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৯ রান।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে গতকাল হাসান আলী বলেছিলেন, ৩৫০ রানের মধ্যে আটকে দিতে চান বাংলাদেশকে। আজ দ্বিতীয় দিন সকালে কী দারুণভাবেই না নিজের কথা রাখলেন তাঁরা। হাসান আলী-শাহিন আফ্রিদিরা ৩৫০ নয়, বাংলাদেশকে অলআউট করেছে ৩৩০ রানে। এরপর ব্যাটিংয়ে নেমেও ভালো করেছে সফরকারীরা।
কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সেশন পার করেছেন দুই ওপেনার। আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের উদ্বোধনী জুটিতে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান।
আবিদ আলী তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফিফটি। অপরাজিত আছেন ৫২ রানে। আর অভিষিক্ত শফিক ২৭ রানে অপরাজিত আছেন। সাদা পোশাকে নিজের প্রথম ইনিংসের শুরুটা ভালোই করলেন এই পাকিস্তানি ব্যাটার।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের চেয়ে পাকিস্তান পিছিয়ে আছে ২৫১ রানে। হাতে আছে সবগুলো উইকেটই।