হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্বসেরা হতে জিম্বাবুয়ে বেশি দূরে নেই’

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই সিকান্দার রাজার পারফরম্যান্স অসাধারণ। রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে উড়ছে জিম্বাবুয়ে। বিশ্বসেরা দল হতে জিম্বাবুয়ের বেশি সময় লাগবে না বলে মনে করেন রাজা।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল নেপাল। হারারেতে নেপালের দেওয়া ২৯১ রানের লক্ষ্য ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটেই জিতে যায় জিম্বাবুইয়ানরা। জোড়া সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস। এই ম্যাচে বোলিংয়ে নিষ্প্রভ ছিলেন রাজা। আর ব্যাটিং তো করাই লাগেনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকেই দেখা যায় অলরাউন্ড রাজার পারফরম্যান্স। হারারেতে ৫৪ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি। সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচসেরা হওয়ার ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন গতকালও। ৬৮ রান, ৪ উইকেট ও ২ ক্যাচ—তিন বিভাগেই রাজার অনবদ্য পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। রাজার ক্যাচ ধরার পর উল্লাসে মেতে ওঠে জিম্বাবুয়ে।

তিন ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট পেয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ রাজা গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘অনেক সাহস নিয়ে ছেলেরা লড়ছে। যতক্ষণ এভাবে খেলব, আমাদের স্কিলগুলো আপনা আপনিই কাজে দেবে। বিশ্বসেরা দল হতে আমরা বেশি দূরে নেই। আমাদের বোলিং বেশ ভালো হচ্ছে।’

প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে ২৬৮ রানে অলআউট হয়ে যায়। ২৬৯ রান তাড়া করতে নেমে ৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ২১৭ রান। উইকেটে ছিলেন জেসন হোল্ডার ও রস্টন চেজ। এখান থেকেই জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর শুরু। ১৬ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে উইন্ডিজরা। সতীর্থদের হাল না ছাড়ার মানসিকতার প্রশংসা করেছেন রাজা, ‘আমার মনে হচ্ছিল, ২০ থেকে ৩০ রান কম করেছি। তবে জয়ের জন্য আমাদের ক্ষুধা এবং ভারতে খেলার যে তাড়না, তা-ই এই রানের ঘাটতি পুষিয়ে দিতে সাহায্য করেছে। তাদের বোলিংয়ে আমাদের আস্থা ছিল। সত্যি বলতে, তারাই আমাদের ম্যাচ জিতিয়েছে।’

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও