হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ৫০০ ছুঁই ছুঁই লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে ঠিক যেন পার্থের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও ফলোঅন করানোর সুযোগ অস্ট্রেলিয়া পেয়েছিল ঠিকই। তবে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে উইন্ডিজদের ৪৯৭ রানের লক্ষ্য দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকেরা। 

৪ উইকেটে ১০২ রানে আজ প্রথম ইনিংসের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের চতুর্থ বলে ত্যাগনারায়ণ চন্দরপল রান আউটের শিকার হয়েছেন। ৪৭ রান করেছেন উইন্ডিজের এই বাঁহাতি ওপেনার। রানের খাতা খোলার আগে জেসন হোল্ডারের উইকেট নেন মিচেল স্টার্ক। ১০২ রানে ৬ উইকেট হারায় উইন্ডিজরা। সপ্তম উইকেট জুটিতে অ্যান্ডারসন ফিলিপ-জোশুয়া ডা সিলভা ৬০ রানের জুটি গড়েন। ২৩ রান করা ডা সিলভাকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন নাথান লায়ন। ৯ রান যোগ করতে আরও দুই উইকেট হারায় সফরকারীরা। শেষ উইকেটে ৪৫ রানের জুটি হলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ২১৪ রানে। স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লায়ন।

২৯৭ রানে এগিয়ে থেকেও ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯৭ রানের। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে। ডেভন থমাস, হোল্ডার দুজনেই অপরাজিত আছেন ৮ রান করে। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড নিয়েছেন ৩ উইকেট এবং স্টার্ক নিয়েছেন ১ উইকেট।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন