১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ ব্যাটিংয়ে করেছেন ১ রান। বোলিং-ফিল্ডিং দিয়েই যেন ব্যাটিংয়ের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছেন তিনি।
১৪৪ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়েও সংগ্রাম করছে রানের জন্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেটে ৫৮ রান করেছে সফরকারীরা। তিন উইকেটের দুটিতেই অবদান সাকিবের। ২ ওভারে ১৩ রান খরচ করে ১ উইকেট নেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
রানের খাতা খোলার আগেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ বলে তাসকিনকে পুল করতে যান ব্রায়ান বেনেট। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে ডাইভ দিয়ে ধরেন সাকিব। প্রথম ওভার জিম্বাবুয়ে শেষ করে ১ উইকেটে ৪ রানে।
ইনিংসের দ্বিতীয় ও তৃতীয়—পরপর দুই ওভার বোলিং করেন দুই সাকিব। দুজনেই ছিলেন খরুচে। দ্বিতীয় ওভারে তানজিম সাকিব খরচ করেন ১৪ রান। সাকিব তৃতীয় ওভারে দেন ৮ রান। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা সিকান্দার রাজা ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারের পঞ্চম বলে রাজাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। ১০ বলে ৪ চারে ১৭ রান করেন রাজা।পঞ্চম ওভারে বোলিংয়ে এসে সাকিব ৫ রানে নেন ১ উইকেট। ওভারের চতুর্থ বলে সাকিবকে স্লগ সুইপ করতে যান তাদিওয়ানাশে মারুমানি। তাতে এলবিডব্লুর ফাঁদে পড়েন মারুমানি। ১৩ বলে ৩ চারে ১৪ রান করেন জিম্বাবুয়ের ওপেনার।
পঞ্চম ওভারের পঞ্চম বলেই ক্লাইভ মাদান্দের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন সাকিব। আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিভিউ অবশ্য নষ্ট হয়েছে। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) জিম্বাবুয়ে শেষ করেছে ৩ উইকেটে ৩৮ রানে।