হোম > খেলা > ক্রিকেট

যে বিষয়টা ফাঁস করতে চান না শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত। ছবি: আজকের পত্রিকা

ম্যাচের আবহে প্রস্তুতিতে ওপেনিংয়ে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে কি শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে?

সংবাদ সম্মেলনে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল। উত্তরটা শান্ত দিলেন একটা রহস্য রেখে দিয়ে, ‘এখনই ফাঁস করতে চাচ্ছি না। মাঠে নামলেই বুঝতে পারবেন।’

শ্রীলঙ্কা সফরে ২টি টেস্ট ছাড়াও ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার উদ্দেশ্যে আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বেন শান্তরা। দলের একাংশের অবশ্য আজই চলে যাওয়ার কথা। সিরিজ খেলতে উড়াল দেওয়ার আগে আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শান্ত। জানালেন শ্রীলঙ্কায় ভালো করার প্রত্যয়, ‘আমাদের দলে ভালো কিছু ক্রিকেটার আছে। শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমরা বিশেষ করে বিদেশের মাটিতে ভালো খেলেছি। শ্রীলঙ্কার মাটিতে আমাদের দারুণ স্মৃতি আছে—শততম টেস্ট জয়ের কথাই ধরুন। এবারও আমাদের সামনে সুযোগ ভালো ক্রিকেট খেলার। আমি বিশ্বাস করি ছেলেরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে ভালো খেলবে।’

প্রতিপক্ষ শ্রীলঙ্কা মানেই ক্রিকেটের বাইরেও অন্য এক লড়াই! ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইম আউট বিতর্কে দুপক্ষের সম্পর্ক হয়ে উঠেছিল বেশ টানটান। এবার কি সেই উত্তাপ ফের ছড়িয়ে পড়বে? শান্তর উত্তর, ‘হোক না! না হলে তো খারাপ কী?’

সাদা পোশাকে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার এখন মেহেদী হাসান মিরাজ। সবশেষ চক্রে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১২ ম্যাচে ৭০৭ রান। আর আগের দুই চক্রে ২০১৯–২১ চক্রে ৬ ম্যাচে ৩১৭ রান, ২০২১–২৩ চক্রে ১২ ম্যাচে ২৪৮ রান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে সবশেষ ঘরের মাঠে চট্টগ্রামে মিরাজ জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছেন, উইকেট নিয়েছেন ১৫টি। তাই তো মিরাজকে নিয়ে আত্মবিশ্বাস খানিকটা বেড়েছে শান্তর।

তবে অধিনায়কের দুশ্চিন্তার জায়গা দলের টপ অর্ডার ব্যাটিং। সর্বশেষ দুই চক্রে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি । অধিনায়ক শান্তর কাছেই প্রশ্ন নিচের দিকে ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রাহক মিরাজ, বিষয়টি কতটা উদ্বেগের? শান্তর স্বীকারোক্তি, ‘অবশ্যই হতাশার। মিরাজ সাত-আট নম্বরে ব্যাট করেও সবচেয়ে বেশি রান করেছে। ভাবুন তো, উপরে যদি ব্যাটাররা রান করত, হয়তো ওর ব্যাটিংয়েরই দরকার হতো না। সবারই চেষ্টা আছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসছে না। কেন আসছে না, সেটা খুঁজে বের করাটা জরুরি। আমি বিশ্বাস করি, টপ অর্ডার রান করলে দল আরও বেশি ম্যাচ জিতবে।’

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন