হোম > খেলা > ক্রিকেট

সন্তানকে সঙ্গে নিতে না পারায় নাম প্রত্যাহার পাকিস্তানি ক্রিকেটারের

২০২১ সালের আগস্টে ফাতিমার জন্মের পর একটা দৃশ্য খুবই পরিচিত ছিল। বিসমাহ মারুফ যেখানে ক্রিকেট খেলতে যেতেন মেয়েকে সঙ্গে নিতেন। কিন্তু এবার বিপদে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ২০২৩ এশিয়ান গেমসে মেয়েকে সঙ্গে নিতে পারবেন না তিনি। 

ফাতিমাকে সঙ্গে নিতে না পারায় এশিয়াডে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিসমাহ। তাঁর সিদ্ধান্তটি দল ঘোষণার সময় জানিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক। তিনি বলেছেন, ‘কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে কন্যাশিশুকে গেমস ভিলেজে নিতে পারছে না বিসমাহ মারুফ। এ কারণে ইভেন্টে তাঁর সার্ভিস না পাওয়াটা দলের জন্য দুর্ভাগ্যজনক।’ 

বিসমাহর না যাওয়ায় নিদারুণ কষ্ট পেয়েছেন নিদা দার। দারের নেতৃত্বেই চীনের হ্যাংজুতে এশিয়ান গেমস খেলবে পাকিস্তান। তিনি বলেছেন, ‘আয়োজকদের নিয়মের কারণে বিসমাহর দলের সঙ্গে যোগ দিতে না পারার সংবাদটা কষ্টের। বহুদিন ধরে তাকে চিনি বলে বুঝি, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা তার জন্য কতটা বিশাল ব্যাপার।’ 

এশিয়ান গেমসের আগেও মেয়েকে সঙ্গে নিতে পারবেন না বলে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন বিসমাহ। সেবার অবশ্য মেয়ে এবং মাকে হোটেলে রেখে বার্মিংহামের কমনওয়েলথ গেমসে খেলেছিলেন তিনি। চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার সেরকম কিছু সিদ্ধান্ত না নিয়ে নিজেকেই সরিয়ে নিয়েছেন বিসমাহ। 

এশিয়ান ও কমনওয়েলথ গেমসে এমনটা ঘটলেও আর কোনো ইভেন্টে এই সমস্যার মুখোমুখি হননি বিসমাহ। দ্বিপক্ষীয় সিরিজের সঙ্গে আইসিসির টুর্নামেন্টেও মেয়েকে সঙ্গে নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড বিশ্বকাপে তো তাঁর মেয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরালও হয়। ভিডিওয় দেখা যায় ভারতীয় নারী ক্রিকেটাররা ছোট্ট ফাতিমাকে কোলে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে