বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে একটা সময় আইপিএল মানে ছিল সাকিব আল হাসান আর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পরে মোস্তাফিজুর রহমান; এবার যোগ হয়েছেন লিটন দাসও।
সাকিব কেকেআরের হয়ে ২০১১ সালে প্রথম আইপিএলে খেলার সুযোগ পান। এ বছরও আইপিএল খেলার সুযোগ থাকলেও বিসিবির এনওসি (অনুমতি) দেওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তারকা অলরাউন্ডার।
আইপিএলে এবার সাকিব না থাকলেও কলকাতার হয়ে যোগ দিয়েছেন লিটন। বাংলাদেশ ওপেনারের খেলার সুযোগ কতটা থাকছে, আজ এ প্রশ্নে সাকিব সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে গেছেন এভাবে, ‘খুব বেশি আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না। প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।’
আইপিএল না দেখলেও সতীর্থ লিটনকে ভালো খেলার কিছু পরামর্শ দিয়েছেন সাকিব, ‘লিটন অনেক অভিজ্ঞ। ওখানে ওর যে অভিজ্ঞতা হবে বিশ্বকাপে কাজে দেবে। ও যদি সুযোগ পায় সেটা যেন উপভোগ করে। চাপ হিসেবে না নেয়। সে যদি ওর মতো খেলতে পারে অবশ্যই সফল হতে পারবে।’
বিদেশি ওপেনার হিসেবে কেকেআরে আছেন রহমতউল্লাহ গুরবাজ আর জেসন রয়। দলে জায়গা নিশ্চিত করতে হলে এ দুই ব্যাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লিটনকে।