টানা দুই হারে বিপিএল শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক থেকে রক্ষা পেতে আজ ১৩১ রানের লক্ষ্য পেয়েছে তারা।
সিলেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের সিদ্ধান্তটা যে সঠিক ছিল তার প্রমাণ প্রথম ওভারেই দেন সিলেটের পেসার বেন কাটিং। চতুর্থ বলে লিটন দাসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে।
শুরুতেই লিটনকে হারালেও দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েস। দুজনে মিলে ৪৭ রানের জুটিও গড়েছিলেন। তবে ব্যক্তিগত ২৪ রানে রিজওয়ান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
রিজওয়ানের আউটের পর দ্রুত ফিরে যান ইমরুলও। তিনে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ২৮ বলে ৩০ রান করে আউট হন ইমরুল। এতে টানা তৃতীয় ফিফটি পাওয়া হয়নি বাঁহাতি ব্যাটারের। দুজনকেই ফিরিয়েছেন প্রথম ম্যাচ খেলতে নামা সিলেটের স্পিনার সামিত প্যাটেল। পরে রোস্টন চেজকে আউট করে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার।
চেজ যখন আউট হন তখন কুমিল্লার স্কোর ৫ উইকেটে ৭৪ রান। সেখান থেকে দল যে ৮ উইকেটে ১৩০ রান করতে পারে তার পুরো অবদান দুই ব্যাটার জাকের আলী ও খুশদিল শাহর। ছয়ে নামা জাকের করেন ২৯ রান। আর ২১ রান করেন খুশদিল। ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার প্যাটেল।