হোম > খেলা > ক্রিকেট

‘আত্মবিশ্বাসের জন্য অধিনায়কের পারফরম্যান্স জরুরি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে নেই তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন। যদিও নিজের সেরা ছন্দে দেখা যায়নি তামিমকে। অধিনায়ক হিসেবে তামিমের পারফরম্যান্স দলের জন্য খুবই জরুরি বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু।

বাংলাদেশ দলের সঙ্গে আয়ারল্যান্ড সফর শেষে দেশে ফিরে আজ সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন নান্নু। অধিনায়ক হিসেবে তামিমের ফর্ম দলের জন্য একটু চিন্তার বিষয় কি না, এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘অধিনায়ক পারফরম্যান্স খুবই জরুরি, আত্মবিশ্বাসের জন্য। আশা করি, আরও ভালো খেলবে।’

তামিমের ফর্ম কিছুটা চিন্তার বিষয় হলেও টপ অর্ডারে স্বস্তি ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর চেমসফোর্ডে তিন ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই বাঁহাতি। ফল হিসেবে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তবে কিছুদিন আগেও সমালোচনায় জর্জরিত হয়েছেন শান্ত। ক্রিকেটারদের সমালোচনা নিয়ে নান্নু বলেছেন, ‘সমালোচনা তো হবেই। আমি যখন খেলতাম, খারাপ খেললে সমালোচনা হতো না?’

বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে। তবে বিশ্বকাপের দল নিয়ে ভাবার এখনো সময় আছে বলে মনে করেন নান্নু, ‘শুধু বিশ্বকাপ নিয়ে আমি এখন কিছু বলতে পারব না, এখনো চার মাস বাকি। আমার মনে হয় শুধু আমরাই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যেখানে এখন থেকে বিশ্বকাপ নিয়ে আলোচনা হচ্ছে। খেলোয়াড়দের এটাও দেখতে হবে ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। এগুলোর পর ফিটনেস, পারফরম্যান্স এসব মাথায় রেখেই বিশ্বকাপের দল তৈরি করতে হবে। সুতরাং এটা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি না। আমাদের আফগানিস্তান সিরিজ আছে, ওটা নিয়ে চিন্তা করছি।’

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন