হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ পেলেন অমিতাভ বচ্চন

ভারতীয় ক্রিকেটের প্রতি অমিতাভ বচ্চনের অনুরাগ সবার জানা। সুযোগ পেলেই দেশের পতাকা হাতে গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ভারত-পাকিস্তানের ম্যাচের দিন জাতীয় সংগীতই গেয়েছিলেন বলিউডের শাহেন শাহ। 

অমিতাভের অনুরাগের মূল্য দিতেই এবারের বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য শুধু ‘বিগ বি’ নন, বিভিন্ন জগতের ভারতীয় আইকনদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছে বিসিসিআই। সাধারণ দর্শকেরা যখন টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখবে, তখন বিশেষ ব্যবস্থায় অমিতাভের মতো আইকনরা বিনা মূল্যে খেলা দেখবেন ভিআইপি স্ট্যান্ডে। এর জন্য অবশ্য তাঁদের কাছে ‘গোল্ডেন টিকিট’ থাকতে হবে। 

এই গোল্ডেন টিকিটই গতকাল প্রথম ব্যক্তি হিসেবে পেয়েছেন অমিতাভ। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর বিগ বিকে বিশেষ এই টিকিট তুলে দিয়েছেন জয় শাহ। টিকিটের সঙ্গে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয়। এতে করে সব খেলা ভিআইপি বক্সে বসে দেখতে পারবেন অমিতাভ। 

অমিতাভকে বিশেষ উপহার দেওয়ার পর সমর্থকদের সঙ্গে সামাজিক মাধ্যমে অনুভূতি শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড লিখেছে, ‘আমাদের গোল্ডেন আইকনদের জন্য গোল্ডেন টিকিট। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনের হাতে গোল্ডেন টিকিট দেওয়ার সৌভাগ্য হয়েছে বিসিসিআইয়ের সচিব জয় শাহর। একজন কিংবদন্তি অভিনেতা এবং একনিষ্ঠ ক্রিকেটপ্রেমী শ্রী বচ্চনের ভারতীয় দলের প্রতি সমর্থন আমাদের অনুপ্রাণিত করে চলেছে। বিশ্বকাপে তাঁকে যুক্ত করতে পেরে আমরা রোমাঞ্চিত।’ 

অমিতাভকে গোল্ডেন টিকিট দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন জয় শাহ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই সোনালি মুহূর্ত। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনকে গোল্ডেন টিকিট উপহার দেওয়া পরম সম্মানের ছিল।’

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি