হোম > খেলা > ক্রিকেট

আপনাদের সঙ্গে হাত মেলাব না, বিস্ফোরক তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ খেপে গেলেন তামিম ইকবাল। ছবি: ফাইল ছবি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশের পর সমালোচিত হচ্ছিলেন তামিম ইকবাল। তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের ক্ষোভ ঝেরেছেন সাবেক এই অধিনায়ক।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দেওয়া এক পোস্টে তামিম দাবি করেছেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

২০২৩ বিশ্বকাপে নাসুমের ‘চড়-কাণ্ডে’র তদন্ত কমিটি কথা বলেছিলেন ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের মনে হয়েছে, নাসুমের সঙ্গে যদি কিছু হয়ে থাকে সেটা সংবাদমাধ্যমে ফাঁস করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আর তামিম ইকবাল। এটা নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তাঁর ব্যাপার।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবের সেই আলোচিত সাক্ষাৎকার নিশ্চয়ই মনে আছে। আজ তামিম সরাসরি সাকিবের নাম উল্লেখ না করলেও আকার-ইঙ্গিতে সাকিবের সেই সাক্ষাৎকার সামনে এনেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ বছরের জানুয়ারিতে অবসরের পর তামিম অনেকটাই ক্রিকেটের বাইরে। বিসিবিতে তামিমের আসা নিয়ে আলাপ-আলোচনা চলছে অনেক দিন ধরে। ৩৬ বছর বয়সী বাঁহাতি ক্রিকেটার বলেন, ‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না। তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।'

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে