হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি মাঠেই নামতে দিল না বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। ছবি: বিসিবি

মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টি। এতটাই বাজে অবস্থা যে আজ তৃতীয় দিনে মাঠে নামার সুযোগ পেল না কোনো দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত সপ্তাহে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। মিরপুরে পরশু শুরু হওয়া সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটা হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। আর আজ তৃতীয় দিনে বৃষ্টি এতটাই বাগড়া দিয়েছে যে কোনো বল না হয়েই দিনের খেলা শেষ ঘোষণা করতে হয়েছে।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৪২ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৯ ওভার। দ্বিতীয় দিনের ১৬তম ওভারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শুরু হয় তুমুল তর্কযুদ্ধ। বাংলাদেশের ইনিংসের ১০৫তম ওভারের প্রথম বলের পর রিপন মন্ডলের দিকে তেড়ে যান প্রোটিয়া স্পিনার এনতুলি। রিপন তখন এনতুলিকে থামাতে গিয়েছেন। কিন্তু এনতুলি নামা থেমে উল্টো রিপনের হেলমেট ধরে টান দিয়েছেন।

এনতুলি-রিপনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব এগিয়ে আসেন। তবু রিপন-এনতুলির মধ্যে তর্কযুদ্ধ থামেনি। একপর্যায়ে প্রোটিয়া ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে যান রিপন। বাংলাদেশের স্কোর তখন ১০৪.১ ওভারে ৮ উইকেটে ২৯২ রান। এখান থেকে শেষ দুই উইকেটে বাংলাদেশ যোগ করে আরও ৭৯ রান। ১২১.৪ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ৩৭১ রানে। ইনিংস সর্বোচ্চ ১০৯ রান করেন ইফতিখার হোসেন ইফতি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন মঈন খান।

দক্ষিণ আফ্রিকা গতকাল দ্বিতীয় দিনেই ব্যাটিংয়ে নেমেছে। ৪২.৩ ওভারে ৬ উইকেটে যখন তাদের স্কোর ১৫২ রান, তখনই বৃষ্টি নেমেছিল। এরপর এই ম্যাচে আর কোনো খেলা হয়নি। কনর বয়েড ইস্টারহুইজেন ৬ রানে ব্যাটিং করছেন। প্রোটিয়া অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন মাত্র উইকেটে এলেও বল মোকাবেলা করেননি। বাংলাদেশের রিপন মন্ডল, রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী ও নাঈম আহমেদ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলের এখনো একটি করে ইনিংস বাকি। সেক্ষেত্রে ম্যাচ ম্যাড়মেড়ে ড্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

মিরপুরে বাংলাদেশের আক্রমণে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ