হোম > খেলা > ক্রিকেট

মিরপুর টেস্টে তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁজরের চোটে পড়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তাসকিন আহমেদের। আইরিশদের বিপক্ষে চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না এই পেসার। 

তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তাসকিনকে রেখেছেন নির্বাচকেরা। তবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে তাসকিনকে খেলানো হবে কি না, তা নিয়ে হচ্ছে আলোচনা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ রায় চৌধুরী জানিয়েছেন, ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সফটওয়্যার) যে বার্তা দেবে, সেটার ওপর ভিত্তি করেই তাসকিনের খেলা-না খেলার ব্যাপারটি বোঝা যাবে। 

আজ মিরপুরে দেবাশীষ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাসকিনের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে, সর্বোত্তম ওয়ার্ক লোড যখন অর্জন করবে, তখনই খেলার যোগ্য বলে বিবেচিত হবে। ও (তাসকিন) যেহেতু অনেক দিন বোলিং করেনি, বোলিং না করলে ওয়ার্ক লোড আসবে না, একটা অনুকূল ওয়ার্ক লোড লেভেল ওর লাগবে।’ 

আফগানিস্তান টেস্টে তাসকিন কি তাহলে থাকছেন না? এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বললেন, ‘এটা পুরোটাই সফটওয়্যার ভিত্তিক একটা প্রোগ্রাম, সফটওয়্যার বলে দেবে ও (তাসকিন) কোন জোনে আছে, ও যদি গ্রিন জোনে থাকে, খেলার জন্য নেওয়া হবে।’ 

সামনেই এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ এরপর বিশ্বকাপ, গুরুত্বপূর্ণ সব খেলাকে সামনে রেখে ঝুঁকি নিতে চান না তাসকিন। যার ফলে আইপিএলের এবার ইংলিশ কাউন্টি ক্রিকেটেও ‘না’ করেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার।

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের

বিপিএল শুরুর আগমুহূর্তে বিধ্বংসী ওপেনারকে দলে নিল নোয়াখালী

অধিনায়কের নাম জানাল রাজশাহী ওয়ারিয়র্স

অলরাউন্ড নৈপুণ্যে রশিদ-হেলসের পাশে সাকিব

রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব