হোম > খেলা > ক্রিকেট

‘২০০’ হজমে ভারতের অর্ধেক বাংলাদেশ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ শুধু রাইলি রুশোর ইনিংসের সঙ্গেও পেরে ওঠেনি। মাত্র ১০১ রানে অলআউট হয় সাকিব আল হাসানরা। যেখানে রুশো একাই খেলেছেন ১০৯ রানের ইনিংস!

মূলত ‘কলপ্যাক’ চুক্তি থেকে বেরিয়ে আসা রুশোর রুদ্র রূপে চলতি বছরে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো প্রতিপক্ষের ‘ডাবল সেঞ্চুরি’ দেখল বাংলাদেশ। 

গত জুলাইয়ে হারারেতে সিকান্দার রাজার তাণ্ডবে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রান করেছিল জিম্বাবুয়ে। চলতি বছরে টি-টোয়েন্টিতে সেটি ছিল বাংলাদেশের বিপক্ষে প্রথম ‘২০০’ কিংবা এর চেয়ে বেশি রানের ইনিংসের দেখা।

বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ব্যাটে নিউজিল্যান্ড ২০৮ রান করেছিল সাকিবদের বিপক্ষে। আজ সিডনিতে প্রোটিয়ারা দেখিয়ে দিল– ২০৫।

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই বছর ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ২০০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলেছে প্রতিপক্ষ দলগুলো। রোহিত শর্মাদের বিপক্ষে ৬ ইনিংসে ২০০-এর বেশি রান তুলেছে দলগুলো। সে হিসেবে ২০০ হজমে এখনো ভারতের অর্ধেক বাংলাদেশ।

এক্ষেত্রে টিম ইন্ডিয়ার সমকক্ষ হয়ে আছে আইসিসির সহযোগী দেশ বুলগেরিয়া। দলটির বিপক্ষেও ৬ ইনিংসে ২০০ করেছে বিপক্ষ দলগুলো। আর ইংল্যান্ডের বিপক্ষে চারটি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ইনিংসে অন্তত ২০০ রান করেছে প্রতিপক্ষ।

চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৯টি ২০০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস হয়েছে। সর্বোচ্চ ইনিংসটি হচ্ছে– ২৫৮ রান। বুলগেরিয়ার বিপক্ষে ইনিংসটি খেলেছে চেক প্রজাতন্ত্র।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’