হোম > খেলা > ক্রিকেট

হেইডেনকে এনে প্রথম দিনেই চমকে দিলেন রমিজ

আজই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। নতুন চেয়ারম্যান ঘোষণার দিন নতুন কোচও নিয়োগ দিয়েছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ ও বোলিং কোচের নাম ঘোষণা করেন রমিজ নিজেই। 

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। কদিন আগে কোচের পথ থেকে সরে দাঁড়ানো মিসবাহ-উল হকের স্থলাভিষিক্ত হলেন হেইডেন। একই সঙ্গে বোলিং কোচের নামও ঘোষণা করা হয়েছে। ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হয়ে এ দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার। নতুন চেয়ারম্যান রমিজ রাজা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। 

২০১৯ সালের সেপ্টেম্বরে মিসবাহ ও ওয়াকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। চুক্তি অনুসারে আরও এক বছর মেয়াদ বাকি ছিল দুজনের। তার আগেই অবশ্য পদত্যাগ করেন তাঁরা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর লাহোরে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে রমিজ বলেছেন, ‘শুধুমাত্র পাকিস্তান জাতীয় দলই নয়, পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অনেক কাজ করতে হবে আমাকে। পাকিস্তান ক্রিকেট এখন অনেক নিচের দিকে। এ অবস্থায় দায়িত্ব নিতে আমি মোটেও লজ্জাবোধ করছি না। ক্রিকেট নিয়ে কথা বলতে পারাটাই সবকিছুর চেয়ে ভালো।’ 

সংবাদ সম্মেলনে রমিজ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের জন্যই আমি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছি। আমাদের ভালোমানের কোচিং একাডেমি, কোচ, মাঠ এবং উইকেট প্রয়োজন। তবে এগুলো সঠিক জায়গায় নিয়ে আসাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।’ 

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর