হোম > খেলা > ক্রিকেট

এই বিশ্বকাপে কার সঙ্গে বুক মেলাবেন তাসকিন

বাংলাদেশের ক্রিকেটে আইকনিক ছবি হয়ে আছে উইকেটপ্রাপ্তির পর মাশরাফি বিন মর্তুজার সঙ্গে তাসকিন আহমেদের ‘চেস্ট বাম্প’ উদ্‌যাপন। শূন্যে লাফিয়ে দুজনের বুকে বুক মেলানো যেন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছিল বছর কয়েক আগে। 

অবশ্য সেটি দেখা যায়নি গত বিশ্বকাপে। চোটের কারণে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ খেলতে পারেননি তাসকিন। তবে ২০১৫ বিশ্বকাপে মাশরাফি-তাসকিনের এমন উদ্‌যাপন এখনো স্মৃতিতে ভাসে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু এবারও যে সেই দৃশ্য নেই! 

ভারতে এবারের বিশ্বকাপে তাসকিন খেলছেন। মাশরাফি ওয়ানডে থেকে অবসর না নিলেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। তবে ভক্ত-সমর্থকেরা এখনো ৮ বছর আগের বিশ্বকাপে মাশরাফি-তাসকিনের চেস্ট বাম্প উদ্‌যাপন ভোলেননি। 

আজ সংবাদ সম্মেলনেও সেটি আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন এক সাংবাদিক। ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। তাঁর কথা বলার শেষ দিকে এক সাংবাদিক জানতে চান, গতবার চেস্ট বাম্প করতে মাশরাফি ছিলেন, এই বিশ্বকাপে কার সঙ্গে বুক মেলাবেন তাসকিন। এমন প্রশ্ন শুনে তাসকিন তো বটে, হো-হো করে হেসেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই। 

এরপরই অবশ্য তাসকিন বিশ্বকাপে নিজেদের ম্যাচের প্রসঙ্গে চলে আসেন। বলেন, ‘আসলে বিশ্বকাপে সব ম্যাচই কঠিন আমাদের জন্য। শ্রীলঙ্কাও আজকে ভালো রান করছে। সব ম্যাচই কঠিন, এর মধ্যেই আমাদের এই কন্ডিশনে মানিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’