হোম > খেলা > ক্রিকেট

ব্যাট হাতেই আফিফকে চ্যালেঞ্জ জানালেন সাইফ 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলেন দুই জাতীয় দল সতীর্থ আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলে খেললেও দুজনের মাঝে চলছে অন্য এক লড়াই। আফিফের সঙ্গে সাইফউদ্দিনের এ লড়াইটা মূলত ব্যাটিং পজিশন নিয়ে। সাইফ একাধিকবার জানিয়েছেন, পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চান তিনি। নিজের সেই বার্তা আজ ব্যাট হাতেই দিলেন তিনি। 

ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা আবাহনী। এই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাইফউদ্দিন। আফিফের সঙ্গে জুটি গড়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬১ রান। আফিফের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে সাইফ ছিলেন দারুণ আক্রমণাত্মক। আফিফ ৯৩.১০ স্ট্রাইকরেটে করেন ২৯ বলে ১৭ রান। অন্যদিকে সাইফউদ্দিন ২১০.৫২ স্ট্রাইকরেটে দুটি চার ও তিনটি ছয়ে করেন ১৯ বলে ৪০ রান। 

জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে থেমে যায় ডিওএইচএস। ৪৪ বলে ৪২ রান করেন রাকিন আহমেদ। বৃষ্টি আইনে আবাহনী ম্যাচ জেতে ২২ রানে। 

এই ম্যাচে দারুণ ব্যাট করে নতুন করে পুরোনো দাবিই যেন রাখলেন সাইফ। এর আগে বেশ কয়েকবারই ওপরের দিকে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ডিপিএল শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন,‘টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করব। গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি ওনারা চায় তাহলে অবশ্যই আমি ওপরে খেলতে আগ্রহী।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড