হোম > খেলা > ক্রিকেট

ব্যাট হাতেই আফিফকে চ্যালেঞ্জ জানালেন সাইফ 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলেন দুই জাতীয় দল সতীর্থ আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলে খেললেও দুজনের মাঝে চলছে অন্য এক লড়াই। আফিফের সঙ্গে সাইফউদ্দিনের এ লড়াইটা মূলত ব্যাটিং পজিশন নিয়ে। সাইফ একাধিকবার জানিয়েছেন, পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চান তিনি। নিজের সেই বার্তা আজ ব্যাট হাতেই দিলেন তিনি। 

ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা আবাহনী। এই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাইফউদ্দিন। আফিফের সঙ্গে জুটি গড়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬১ রান। আফিফের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে সাইফ ছিলেন দারুণ আক্রমণাত্মক। আফিফ ৯৩.১০ স্ট্রাইকরেটে করেন ২৯ বলে ১৭ রান। অন্যদিকে সাইফউদ্দিন ২১০.৫২ স্ট্রাইকরেটে দুটি চার ও তিনটি ছয়ে করেন ১৯ বলে ৪০ রান। 

জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে থেমে যায় ডিওএইচএস। ৪৪ বলে ৪২ রান করেন রাকিন আহমেদ। বৃষ্টি আইনে আবাহনী ম্যাচ জেতে ২২ রানে। 

এই ম্যাচে দারুণ ব্যাট করে নতুন করে পুরোনো দাবিই যেন রাখলেন সাইফ। এর আগে বেশ কয়েকবারই ওপরের দিকে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ডিপিএল শুরুর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন,‘টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করব। গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি ওনারা চায় তাহলে অবশ্যই আমি ওপরে খেলতে আগ্রহী।’

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের