হোম > খেলা > ক্রিকেট

স্ত্রীকে নিয়ে আইপিএলে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলের বাকি অংশ খেলতে সাকিব আল হাসান পৌঁছে গেছেন আরব আমিরাতে। ভিসা জটিলতায় দেরি হওয়ায় মোস্তাফিজুর রহমান সাকিবের সঙ্গী হতে পারেননি। আজ রাতে উড়াল দেওয়ার কথা বাঁহাতি পেসারের। ফিজ অবশ্য একা নন, তাঁর সঙ্গে থাকছেন স্ত্রী সামিয়া পারভীন। 

গত মার্চ থেকে বলতে গেলে মোস্তাফিজুর রহমান আছেন ক্রিকেটীয় ব্যস্ততায়। নিউজিল্যান্ডে লম্বা সফর শেষে ঢাকায় ফিরে আইপিএলে খেলতে ফিজকে উড়াল দিতে হয় ভারতে। তখন সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্ত্রীকে। তবে করোনায় হঠাৎ আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েন সাকিব–মোস্তাফিজ। পরে ৬ মে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরেন তাঁরা। এরপর বিমানবন্দর থেকেই চলে যান হোটেল কোয়ারেন্টিনে। হোটেলেই করতে হয়েছে রোজার ঈদ।   

এবার অবশ্য সাকিব–ফিজদের আরব আমিরাত সফরটা বেশ লম্বা হচ্ছে। আইপিএল শেষ হতেই যে নেমে যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। অন্তত দুই মাসের এই সফরে খেলা তো আছেই, ক্রিকেটারদের ধকল সইতে হবে বায়ো-বাবল আর কোয়ারেন্টিনের হ্যাপাও। মহামারির এই সময়ে ক্রিকেটারদের মানসিক অবসাদের বিষয়টি বারবার সামনে আসছে। সেই অবসাদ যেন জেঁকে না বসে স্ত্রীকে সঙ্গে নেওয়া সে কারণেই। 

ফিজ তো স্ত্রীকে নিয়ে যাচ্ছেনই। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও ইঙ্গিত দিয়েছেন তিনিও আসতে পারেন আরব আমিরাতে। গত ৬ সেপ্টেম্বর ফেসবুকে সাকিবের ছবি দিয়ে শিশির লিখেছিলেন, ‘তোমাকে (সাকিব) দেখতে তর সইছে না।’ 

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে