হোম > খেলা > ক্রিকেট

‘গিয়ার ওয়ানে আছি, যত দিন যাবে গিয়ার বাড়বে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন ইয়াসির আলী রাব্বি। এরপর পুরো সফর থেকে ছিটকে যান তিনি। জিম্বাবুয়ে সফরে যাওয়ার পরিকল্পনা থাকলেও পুরোপুরি ফিট না থাকায় দলে জায়গা হয়নি তাঁর।

চোটে পড়ে দেড় মাসের মতো রিহ্যাবে ছিলেন ইয়াসির। এ সময়ে ব্যাটিং-ফিল্ডিং কোনো ধরনের অনুশীলন করতে পারেননি তিনি। দু'একদিন হলো ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। যেটাকে ‘গিয়ার ওয়ান’ মনে করেন তিনি৷। এশিয়া কাপের আগেই নিজেকে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই ব্যাটার।

আজ মিরপুরে অনুশীলনের ফাঁকে চোট পরবর্তী অবস্থা নিয়ে ইয়াসির বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমি বলব আগের চেয়ে ৯০ শতাংশ ভালো। এখন ব্যাটিং করছি, রানিং করছি, আল্লাহ রহমতে এখন ব্যথা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে পুরোদমে অনুশীলন করতে পারব।’

দুই সিরিজেই মুশফিকুর রহিমের না থাকায় বড় সুযোগ ছিল ইয়াসিরের। কিন্তু চোটাঘাতে সেটা আর কাজে লাগানো হয়নি তাঁর। ইয়াসির বলছেন, ‘সুযোগ-সুবিধা তো ছিলই যদি ভালো খেলতাম। যেহেতু মুশফিক ভাই ছিলেন না, ভালো খেললে নিজের জন্য ভালো হতো, দেশের জন্যও ভালো হতো। কিন্তু যেটা চলে গেছে, চলে গেছে। ওটাতে তো আমার হাত নেই। এখন সামনে যেটা আসছে ওটা নিয়ে আগানোই আমার লক্ষ্য।’

দেড় মাস মাঠের বাইরে থাকলেও কোনো অনুশীলন করা হয়নি ইয়াসিরের। এবার অনুশীলনে ফিরে তিনি বলছেন, ‘আমি চিন্তা করছি যত তাড়াতাড়ি আমি পুরো ফিট হয়ে পুরোদমে ব্যাটিং করতে পারি। সবকিছুরই তো একটা প্রসেস থাকে, একদম শুরু থেকেই তো আমি টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারব না। এখন আসলে শুধু প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করছি, যেভাবে আসলে শুরু করা যায়। গিয়ার ওয়ানে আছি, সামনে যত দিন যাবে ইনশাআল্লাহ গিয়ার বাড়বে।’

দুই সিরিজে সুযোগ হাতছাড়া হলেও নিজেকে দ্রুত এশিয়া কাপের জন্য প্রস্তুত করে যাচ্ছেন ইয়াসির। তিনি বলছেন, ‘ব্যাটিং নিয়ে তো এ রকম কাজ করতে পারছি না। দেড় মাসের মতো বসে আছি। রিহ্যাব করছি। মাঠের স্কিল নিয়ে তো কাজ করতে পারছি না, মানসিক দিক নিয়ে কাজ করছি। আপাতত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের জন্য নিজেকে তৈরি রাখা।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ