হোম > খেলা > ক্রিকেট

তাহলে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নেই সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। বিসিবির ফিজিওরা জানিয়েছেন, চোট থেকে সুস্থ হতে সাকিবের ছয় সপ্তাহ সময় লাগবে।

যার ফলে আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে একমাত্র টেস্ট অধিনায়ক সাকিবকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ নান্নু সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু (সাকিবের) ফ্র্যাকচার (চিড় ধরেছে) হয়েছে, ছয় সপ্তাহ লাগবে সেরে উঠতে। হয়তো টেস্ট সিরিজ মিস করতে পারে। যেহেতু ঈদের পর ওডিআই সিরিজের আগে লম্বা সময় ফাঁকা আছে। আশা করছি ও (সাকিব) ওয়ানডে স্কোয়াডে ফিরে আসতে পারে।’

নান্নু জানিয়েছেন, আগামী সপ্তাহে আফগানিস্তান সিরিজের দল তৈরি করে জমা দেবেন। ২৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। ১৪ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচটি। বাংলাদেশ মিরপুরে আফগানদের ভালো চ্যালেঞ্জ জানাতে পারে বলে বিশ্বাস বিসিবির প্রধান নির্বাচকের, ‘সর্বশেষ টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের বিপক্ষেও আমরা ভালো খেলেছি। খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ দিতে পারব। নিজেদের মাঠে খেলা, আশা করি ভালো খেলব।’ 

সাকিবকে না পাওয়ায় টেস্টে বাংলাদেশ দলের মনোবল কিছুটা পিছিয়ে থাকতে পারেও বললেন নান্নু, ‘যেহেতু আমাদের সেরা খেলোয়াড়, আমাদের অধিনায়ককে পাওয়ার সম্ভাবনা নেই আঙুলের চোটের জন্য। সেই হিসেবে হয়তো কিছুটা মোরালি ডাউন থাকব। যাদেরকে নেব, তাদের ওপর আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। টেস্টটা খুব গুরুত্বপূর্ণ।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে