হোম > খেলা > ক্রিকেট

গুরবাজের সঙ্গে কেন লেগে গেল নাসিমের 

পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের কথার লড়াই যেন এখন সাধারণ ব্যাপার। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ-সব জায়গায় দেখা যায় দুই প্রতিবেশী দেশের ক্রিকেটারদের তর্কে জড়াতে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল পাক-আফগান ক্রিকেটারদের বাক্য বিনিময় করতে দেখা গেছে। 

কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে গতকাল শুরু হয় এলপিএলের চতুর্থ মৌসুম। জাফনার হয়ে খেলছেন রহমানুল্লাহ গুরবাজ। আর নাসিম শাহ খেলছেন কলম্বোর হয়ে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া জাফনার ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে নাসিমকে লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন গুরবাজ। পরের বলেও উড়িয়ে মারতে গিয়েছিলেন গুরবাজ। মিড অন থেকে উল্টো দিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন রমেশ মেন্ডিস। উইকেট নেওয়ার পর হাত মুঠো করে বুনো উদযাপন করেন নাসিম। পাকিস্তানি এই পেসার স্লেজিং করেছেন গুরবাজকে। আফগান এই ব্যাটার কথা বাড়াননি। বরং তিনি পিঠ চাপড়ে দিয়েছেন নাসিমের। সামাজিকমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। 

প্রথমে ব্যাটিং করা জাফনা কিংস ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৭৩ রান। ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন তাওহীদ হৃদয়, যা জাফনার ইনিংসের সর্বোচ্চ রান। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় কলম্বো স্ট্রাইকার্স। জাফনার ২১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়কান্ত ব্যসকান্ত। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট ও দুটি ক্যাচ ধরেছেন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ