হোম > খেলা > ক্রিকেট

নিরপেক্ষ আম্পায়ারের দাবি তুললেন সাকিব 

ডারবান টেস্টের চতুর্থ দিনের সকাল থেকেই দুই আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শুরুটা ডিন এলগারের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের এলবিডব্লিউ আবেদন নিয়ে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার মারাই এরাসমাস। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, আউট দিলে প্রশ্ন তোলার সুযোগ থাকত না। 

প্রথম সেশনে শুধু এই একটা সিদ্ধান্তে আম্পায়ারের ভুল সীমাবদ্ধ ছিল না। আউট হওয়া দুই ওপেনার এলগার আর সারেল এরউই—দুজনকেই রিভিউ নিয়ে আউট করে বাংলাদেশ। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনেও আম্পায়ারের সাড়া মেলেনি। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের দাবি তুলেছেন। 

করোনা শুরু হওয়ার পর থেকে নিরপেক্ষ আম্পায়ারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইসিসি। বিভিন্ন দেশে যাতায়াতের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে এখন করোনার প্রকোপ কমে আসায় এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন সাকিব। ডারবান টেস্টের দুই আম্পায়ারই দক্ষিণ আফ্রিকান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ‘আমি মনে করি আইসিসির জন্য এখন আগের মতো নিরপেক্ষ আম্পায়ারে ফেরার সময় হয়েছে। কারণ ক্রিকেট খেলুড়ে দেশ গুলোতে এখন করোনার প্রকোপ কমতে শুরু করেছে।’

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী