হোম > খেলা > ক্রিকেট

রনির ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহ রংপুরের

বোলার যিনি-ই হোন, রনি তালুকদারের লক্ষ্য যেন ছিল শুধুই বাউন্ডারি। মিরপুরে রনির ঝোড়ো ব্যাটিংয়ে দিশেহারা হচ্ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলাররা। এই ওপেনারের ঝোড়ো ফিফটিতে কুমিল্লাকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন রনি। একের পর এক চার-ছক্কা হাঁকাচ্ছিলেন তিনি। ১৯ বলে ফিফটি করেন এই ওপেনার। ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন রনি-নাঈম শেখ। যেখানে রনির বিধ্বংসী ব্যাটিংয়ের বিপরীতে রয়ে সয়ে খেলেন নাঈম। রনিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন খুশদিল শাহ। ৩১ বলে ১১ চার ও এক ছক্কায় ৬৭ রান করেন রনি। 

রনির বিদায়ের পর উইকেটে আসেন শোয়েব মালিক। নাইমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েন মালিক। ফজলহক ফারুকিকে কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে মোসাদ্দেক হোসেনের তালুবন্দী হন নাইম। ৩৪ বলে ২৯ রান করেন রংপুরের এই বাঁহাতি ওপেনার। ৪ নম্বরে ব্যাটিংয়ে নামা সিকান্দার রাজাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মোসাদ্দেক হোসেনকে তুলে মারতে গিয়ে শর্ট থার্ড ম্যানে আশিকুর জামানের তালুবন্দী হন রাজা। ১০ বলে ১২ রান করেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। 

রাজার বিদায়ের পর উইকেটে আসেন নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেট জুটিতে মালিক-সোহান যোগ করেন ২০ বলে ২৯ রান। ১১ বলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুরের উইকেটরক্ষক ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করে রংপুর। কুমিল্লার বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক, খুশদিল ও ফারুকি।

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়