হোম > খেলা > ক্রিকেট

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

ক্রীড়া ডেস্ক    

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী। ছবি: বিসিবি

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।

লিগ পর্বের লড়াইয়ের পর শেষ চারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম, রংপুর রাইডার্স ও সিলেট। শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। গতকাল দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ১১ রানে হারিয়ে শেষ চারে পোঁছে যায় লিটন দাসের দল। প্লে অফের ৪ দল নিশ্চিত হওয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেস।

সবার আগে কোয়ালিফায়ারের টিকিট কেটেছে রাজশাহী। লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকার কাছে হেরেও তাদের সঙ্গী চট্টগ্রাম। শেষ চারের ম্যাচের আগে এক দিন বিরতি থাকছে বিপিএলে। এলিমিনেটরে আগামী ২০ জানুয়ারি দুপুর একটায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। সে ম্যাচে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দলের সামনে থাকবে আরেকটি সুযোগ।

একই দিন মাঠে গড়াবে আরেকটি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ছয়টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। সে ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। হেরে যাওয়া দল ফাইনালে উঠার জন্য আরেকটি সুযোগ পাবে। এলিমিনেটরে জেতা দলের বিপক্ষে ২১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে তারা। এই ম্যাচে জয়ী দলে ফাইনালে পৌঁছে যাবে। বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে ২৩ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের